news_14_11_2016

যাত্রা শুরু হলো এজি জিপি লিঃ এর

অদ্য ১২ই নভেম্বর, ২০১৭ ইং রোজ রবিবার এজি জিপি লিঃ নোয়াখালী সূবর্ণচরে প্রথম জিপি ফ্লকের হাউজিং  শুরু করেছে। আইসোলেটেড বায়োসিকিউরিটি সমৃদ্ধ অত্যাধুনিক টানেল ভেন্টিলেশন হাউজে ইন্ডিয়ান রিভার ব্রয়লার জিপি বাচ্চা পালন করা হচ্ছে। দেশী-বিদেশী দক্ষ কনসালটেন্ট ও কর্মীদের  নিবিড় তত্ত্বাবধানে আগামী দিনে একটি যুগোউপযোগী প্যারেন্ট স্টক উৎপাদনের লক্ষে আহসান গ্রুপ পোল্ট্রি  ইন্ড্রাট্রির সকল পর্যায়ের সহযোগিতা ও দোয়া কামনা করছে ।