opening

এজি এগ্রোর নতুন ফিডমিলের আনুষ্ঠানিক উদ্বোধন

গত ২৩-আগস্ট-২০১৪ রোজ শনিবার এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সম্প্রসারিত নতুন ফিড মিল (লাইন-০৩) এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙকৃত করেন এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিঃ এর মাননীয় চেয়ারম্যান জনাব মো: শহিদুল আহসান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিঃ এর টেকনিক্যাল কনসালটেন্ট ডা. পু চিন চু, ফিড মিল প্রস্তুতকারক প্রতিষ্ঠান আবিলা’র প্রজেক্ট ম্যানেজার জনাব হ্যাকেলম্যান পিটার ও মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার জনাব রলফ, দ্য ডেইলি অবজারভার এর এডিটর জনাব ইকবাল সোবহান চৌধুরী, এনআরবি কমার্শিয়াল ব্যংকের চেয়ারম্যান জনাব ফরাশাত আলী, এনআরবি কমাশিয়াল ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব দেওয়ান মজিবর রহমান, মার্কেন্টাইল ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এহসানুল হক, মার্কেন্টাইল ব্যাংক ও এফবিসিসিআই এর পরিচালক এবং রেজা গ্র“প এর চেয়ারম্যান জনাব শাহীদ রেজা, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিঃ এর পরিচালক জনাব মঞ্জুরুল ইসলাম, মেঘনা ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল আমিন, প্রমুখ।

news_event2

 

আমন্ত্রিত অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ এম্যিাল এগ্রিকালচার সোসাইটির প্রেসিডেন্ট জনাব কৃষিবিদ মো: মোরশেদ আলম, চিকস এন্ড ফিডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী এখলাছুল হক, পোল্ট্রি খামার বিচিত্রার সম্পাদক জনাব কামাল আহম্মদ, অনলাইন নিউজ পোর্টাল এগ্রিলাইফ২৪.কম এর সম্পাদক কৃষিবিদ মো: শফিউল আজম প্রমুখ।

এছাড়া সারাদেশ থেকে আগত কোম্পানীর বিভিন্ন পর্যায়ের ডিলার, বিভিন্ন ব্যাংকের আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়িসহ সহস্রাধিক অতিথি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

বিস্তারিত জানতে http://agrilife24.com/index.php/2013-07-01-16-23-54/138-2013-07-09-21-46-54/4311-2014-08-24-11-06-09 ক্লিক করুন।