new_photo_06

ISE Foods

ISE Foods, জাপান এবং এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লি:, বাংলাদেশ লেয়ার ফার্ম যৌথ অপারেশন এর লক্ষে ২৭ মে ২০১৬ ইং তারিখে ব্যাংকক, থাইল্যান্ড এ চুক্তি স্বাক্ষর করেছে।

এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ এর পক্ষে সম্মানিত চেয়ারম্যান-জনাব মো: শহিদুল আহ্সান এবং ISE Foods এর পক্ষে সম্মানিত প্রেসিডেন্ট ইডা মাটসুটাকা চুক্তি পত্রে স্বাক্ষর করেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে আকারা  গ্রুপ (থাইল্যান্ড), সালিম গ্রুপ (ইন্দোনেশিয়া) এবং ডিটিকে কর্পোরেশন (ভিয়েতনাম) সাথে ISE Foods এর যৌথ কার্যক্রমের চুক্তিপত্র স্বাক্ষর হয়। এই চুক্তিপত্র অনুযায়ী যৌথভাবে উৎকৃষ্ঠ মানের নিরাপদ ডিম উৎপাদন, বিপনন, গ্রাহক সেবা এবং বাজারজাতকরণ এর লক্ষে আন্তর্জাতিক মানের কার্যক্রম পরিচালনা করা হবে। এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লি: এর পক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ মো: লুৎফর রহমান এবং প্রধান অর্থ কর্মকর্তা মো: মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

উক্ত অত্যাধুনিক লেয়ার প্রকল্প থেকে দৈনিক ১২,০০,০০০ (বারো লক্ষ) ডিম উৎপাদন সম্ভব যা ISE-Japan standard.