ag_agro_news01

মরণোত্তর জীবনবিমা

২৩ শে নভেম্বর এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিঃ-এর প্রধান কার্যালয়ে ইন্স্যুরেন্স পার্টনার স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর ”গ্রুপ টার্ম লাইফ ইন্স্যুরেন্স” -এর আওতায় মরণোত্তর জীবনবিমার চেক হস্তান্তর করা হয়েছে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিঃ-এর মৃত ড্রাইভার মো: মুনাব্বার এর পরিবারকে। চেক প্রদান করেছেন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিঃ-এর সিইও কৃষিবিদ মো: লুৎফর রহমান ।এসময় কোম্পানির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

new_news_photo

এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ১১ তম ডিপো উদ্বোধন

১৪ই নভেম্বর ২০১৭, সিলেটের দক্ষিন সুরমা এলাকায় উদ্বোধন হলো এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ১১ তম ডিপো। উদ্বোধনে উপস্থিত ছিলেন আবুল বাশার মিঠু, জেনারেল ম্যানেজার, সেলস্ এন্ড মার্কেটিং (ফিড) এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, টেকনিক্যাল ম্যানেজার ডা. মো. মাহফুজর রহমান, ভারপ্রাপ্ত জোনাল ম্যানজের আব্দুল হাকিম, জাহিদ বিন জামান, রিজিওনাল সেলস্ অফিসার,  অফিসারবৃন্দ (সেলস্ এন্ড মার্খেটিং ও টেকনিক্যাল সার্ভিস) এবং বিভিন্ন জেলা থেকে আগত অন্যান্য সম্মানিত ডিলারবৃন্দ।

 

new_news_photo_2

 

news_14_11_2016

যাত্রা শুরু হলো এজি জিপি লিঃ এর

অদ্য ১২ই নভেম্বর, ২০১৭ ইং রোজ রবিবার এজি জিপি লিঃ নোয়াখালী সূবর্ণচরে প্রথম জিপি ফ্লকের হাউজিং  শুরু করেছে। আইসোলেটেড বায়োসিকিউরিটি সমৃদ্ধ অত্যাধুনিক টানেল ভেন্টিলেশন হাউজে ইন্ডিয়ান রিভার ব্রয়লার জিপি বাচ্চা পালন করা হচ্ছে। দেশী-বিদেশী দক্ষ কনসালটেন্ট ও কর্মীদের  নিবিড় তত্ত্বাবধানে আগামী দিনে একটি যুগোউপযোগী প্যারেন্ট স্টক উৎপাদনের লক্ষে আহসান গ্রুপ পোল্ট্রি  ইন্ড্রাট্রির সকল পর্যায়ের সহযোগিতা ও দোয়া কামনা করছে ।

news_3

সোয়াত চারোয়েনসানদোরান এর এজি জিপি লি. এ যোগদান

সোয়াত চারোয়েনসানদোরান এজি জিপি লি.-এর কনসালটেন্ট হিসেবে ০৮ নভেম্বর ২০১৭ থেকে যোগদান করেছেন। এজি জিপি লি.-এ যোগ দেয়ার পূর্বে উনি বিভিন্ন দেশের প্যারেন্ট স্টক এবং গ্রান্ড প্যারেন্ট স্টক ফার্ম সফলতার সাথে পরিচালনা করে এসেছেন। উল্লেখ্য যে এজি জিপি লি. শ্রীঘই বাংলাদেশের বাজারে ইন্ডিয়ান রিভার ব্র্যান্ডের প্যারেন্ট স্টক উৎপাদন ও বিপনণ করবে ।